‘জীবন মৃত্যুর ভয় এতো করি না – কাদের


সুরমা টাইমস ডেস্ক ঃঃ জীবন মৃত্যুর ভয় এতো করি না। আল্লাহ আমাকে যেদিন মারবেন সেদিন মরবো। এটা নিয়ে ভয় করে লাভ নেই। যে রাজনীতিতে ঝুঁকি নিতে জানে না তার সফলতা আসবে না। দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ঝুঁকি নেন। কোনো সময় তাকে বিচলিত হতে দেখেছেন? তিনি যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিচলিত হন না।’

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

নির্দিষ্ট সময়ে পদ্মা সেতু হচ্ছে না- অর্থমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা সঠিক নয়। উনি তো সেতুমন্ত্রী নয়। আমি সেতুমন্ত্রী। বিষয়টা আমাদেরকে দেখতে হবে। আমরা কাজের বেশকিছু জটিলতা পার হয়ে এসেছি। এভাবে পদ্মা সেতুর কাজ চলতে থাকলে আমাদের টার্গেট অনুযায়ী সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো।

সড়ক ভবনে সাংবাদিককে হেনস্থার বিষয়ে অবগত করা হলে মন্ত্রী বলেন, আমি সচিবকে বলে দিয়েছি, সাংবাদিকদের সাথে যেন যথাযথ আচরণ করা হয়। আমি সব জানি আমি অলরেডি নির্দেশ দিয়েছি তারা পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

ভিআইপি লেন চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে চিঠি দেয়া হয়েছে এ বিষয়ে মন্ত্রী বলেন, আমার কাছে একটি চিঠি এসেছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, এটা মন্ত্রিপরিষদের উত্থাপিত কোনো বিষয় নয়। আমাদের যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি দেখবে। তবে এখানে শুধুমাত্র ভিআইপিদের জন্য আলাদা লেন আমার মনে হয় না এ ব্যাপারে কোনো যুক্তি আছে। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলার ব্যাপারে চিন্তা করা যেতে পারে। তবে আমাদের যতটুকু সংকুলান আছে এর মধ্যে আমরা কোনো ব্যবস্থা করতে পারবে বলে মনে হয় না।

তিনি বলেন, আমি মনে করি আমাদের ভিআইপি মানসিকতার সংস্কৃতি থেকে বের হয়ে আসা দরকার, রাজনীতি আমরা করি জনগণের কথা আগে ভাবতে হবে। আমরা আলাদা সুযোগ-সুবিধা নেয়ার জন্য প্রস্তুত নয়। আমরা যেহেতু পলিটিক্যাল গর্ভমেন্ট তাই জনগণের বিষয়টি আমাদেরকে আগে দেখতে হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ES9eIB

February 11, 2018 at 03:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top