পরীক্ষায় বসলেই ফি মকুব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারিঃ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় বসলেই ফি মকুব করা হবে। বুধবার এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীয়ুষ গোয়েল। পরীক্ষায় উপস্থিত না হওয়ার কারণে এই ফি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রেলের কোনও পরীক্ষায় বসতে গেলে এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের দিতে হয় ২৫০ টাকা করে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এই ফি-এর পরিমাণ ৫০০ টাকা। তবে পরীক্ষায় বসলে এই ফি পুরোটাই মকুব করে দেওয়া হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, এসসি, এসটি, ওবিসি প্রার্থীরা ২৫০ টাকা ফি জমা দিয়ে পরীক্ষায় বসলেই ২৫০ টাকাই ফেরত পেয়ে যাবেন। সাধারণ প্রার্থীরা ফেরত পাবেন ৪০০ টাকা।

একইসঙ্গে রেলমন্ত্রী জানিয়েছেন, রেলের পরীক্ষায় স্বাক্ষরের ভাষা নিয়েও কোনও বিধিনিষেধ নেই। ক্ষতির হাত থেকে রেলের কোচগুলিকে রক্ষা করতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রেলবোর্ড।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CboDWb

February 22, 2018 at 02:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top