জয়পুর, ৩ ফেব্রুয়ারিঃ সঞ্জয়লীলা বনশালি পরিচালিত ‘পদ্মাবত’ যাতে মুক্তি না পায়, সেজন্য দেশজুড়ে হিংসার আশ্রয় নিয়েছিল রাজপুত করণি সেনা। গত ২৫ জানুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটি দেখার পরই এর ওপর থেকে বিরোধিতা তুলে নেওয়ার কথা ঘোষণা করেন রাজপুত করণি সেনা।
সঞ্জয়লীলা বনশালিকে স্বস্তি দিয়ে শুক্রবার রাজপুত করণি সেনার মুম্বইয়ের অন্যতম শীর্ষ নেতা যোগিন্দর সিং কাটার জানিয়ে দেন, এই ছবির উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন তাঁরা। ছবিতে রাজপুতদের গৌরবান্বিত করা হয়েছে। ছবিতে ইতিহাসকে কোনওভাবেই বিকৃত করা হয়নি। তাঁদের কয়েকজন সদস্য মুম্বইয়ে ছবিটি দেখেন। এরপরই এই সিদ্ধান্ত নেয় করণি সেনা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s2YeFB
February 03, 2018 at 02:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন