বন্ধুকে রিপ্লাই করতে গিয়ে ইমোজিতে আপনি মজা করে হামেশাই চোখ মারেন। রিয়েল লাইফে শেষ কবে কাউকে চোখ মেরেছেন, মনে পড়ে? স্মৃতির পাতা উল্টানোর দরকার নেই। সোশ্যাল মিডিয়ায় সদ্য হট কেকের মতো ভাইরাল হওয়া ভিডিও দেখলেই মনে পড়ে যাবে আপনার শেষ চোখ মারার স্মৃতি। নস্ট্যালজিয়ায় ভেসে যেতেও পারেন আপনি। মনে পড়ে যেতে পারে প্রথম কবে প্রেমিকার চোখের দিকে চেয়ে চোখ মেরে দুষ্টু ইশারা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ নেটিজেনেকে অবশ্য নস্ট্যালজিক করে দিলেন এক সুন্দরী স্কুল গার্ল। দুচোখের হালকা দুলুনিই মনে মনে করিয়ে দিল অনেকের অনেক কিছু। ভিডিওতে ধরা পড়েছে স্কুল বয়ের চোখের ইশারায় চোখ মেরে উত্তর দিচ্ছেন সুন্দরী স্কুলগার্ল। কখনও ডান কখনও বা বাম ভ্রু নাচিয়ে শুরুতে সৌজন্য বিনিময়, এরপর একেবারে সটাং বাম চোখটা টিপে দুষ্টু ইশারায় চোখ মারে মেয়েটি৷ এতেই ঝড় বয়ে গেছে ফেসবুকে। কয়েক ঘণ্টাতেই ভাইরাল সেই ভিডিও। সেই ভিডিও নিজেদের ফেসবুক ওয়ালে পোস্ট করে কেউ লিখেছেন, মনে পড়ে গেল ছোটবেলার সেই সব দিনের কথা। সেই সব দিন আর কখনও ফিরে আসবে না। কেউ আবার লিখেছেন, এভাবে আজ আর কেউ চোখ মারে না। নস্ট্যালজিক হয়ে অনেকে আবার নিজেদের প্রথম চোখ মারার অভিজ্ঞতার কথা উল্ল্যেখ করেছেন সোশ্যাল মিডিয়ার পোস্টে। ভিডিওটি আসলে ওরু আদার লাভ নামে এক দক্ষিণী সিনেমার গানের ভিডিও। গানের নাম মাণিক্য মালারায়া পুভি। গানটি ইউটিউবে ইতিমধ্যেই ট্রেন্ডিংয়ের তালিকায় উঠে এসেছে ১৭ নম্বরে। আর যার চোখের চাউনিতে কুপোকাত হাজারও নেটিজেন তার আসল নাম প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/১২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BTHg0q
February 13, 2018 at 12:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top