সুনামগঞ্জ সংবাদদাতা :: আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে দেশের শ্রেষ্ঠ সরকার বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিচার সরকার করেনি, করেছেন আদালত। আমরা মামলা করিনি, করেছে দুদক।’
বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কালনী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘আজ বক্তৃতা নয়, ভাটি অঞ্চলের মানুষের সঙ্গে মিলনমেলা। আমরা ভাটি অঞ্চলের মানুষ সব একসঙ্গে হয়েছি। সুখ-দুঃখের কথা বলবো। আমাদের ভাটি অঞ্চলের চরম দুর্দশায় দিন গেছে। আমরা ইলেকট্রিক চিনতাম না। এখন ঘরে ঘরে বিদ্যুতের বাতি জ্বলছে। ভাটি অঞ্চল আজ বিদ্যুতের আলোয় উজ্জল। বিদ্যুৎ বাংলাদেশের চেহারা বদলে দিয়েছে। যারা এতিমের হক মারে, তারা যদি থাকতো, তাহলে সুনামগঞ্জের উন্নয়ন সম্ভব হতো না। ’
জঙ্গিবাদ সম্পর্কে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সুনামগঞ্জের মানুষকে ভালোবাসেন, ভাটি অঞ্চলের কাজ নিয়ে গেলে সময় লাগে না।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মতিউর রহান, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভী বাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুন নাহার বেগম শাহানা রব্বানী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আকবর হোসেন মঞ্জু, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, সাবেক জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক সেলিম আহমদ, সদস্য সচিব সাইফুলইসলাম মুমিন প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EMUM74
February 16, 2018 at 03:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন