জাকার্তা, ১৭ ফেব্রুয়ারিঃ সিনেমায়, গল্পে, উপন্যাসে বনমানুষকে সকলেই দেখেছেন। এমন বনমানুষরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে। সাম্প্রতিক একটি বৈজ্ঞানিক সমীক্ষায় দেখা গিয়েছে, ১৯৯৯ সাল থেকে শুরু করে ১৬ বছরে বোর্নিয়াতে বিপন্ন প্রজাতির ১লক্ষ ওরাংওটাংকে হত্যা করা হয়েছে। গাছ কেটে জঙ্গল সাফাই এবং খনিজের খোঁজে খননকেই বিজ্ঞানীরা এই ব্যাপারে প্রধান অপরাধী বলে মনে করছেন। কিন্তু অন্য একটি তথ্য বিজ্ঞানীদের বিষ্মিত করেছে। যেখান ঘন জঙ্গল সেখান থেকেও কেমন করে যেন বনমানুষরা অদৃশ্য হয়ে গিয়েছে। এই বিষয়ে কোনো প্রমাণ না থাকলেও তাঁদের অনুমান বনমানুষদের শিকারিরা হত্যা করেছে। গত সপ্তাহে বনমানুষের মৃত্যুর এমন এক ঘটনার খবর পাওয়া গিয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, শুধু গাছ কেটে জঙ্গল সাফাইয়ের কারণে পরবর্তী ৩৫ বছরে বিপন্ন প্রজাতির ৪৫ হাজার ওরাংওটাং নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2F7AFON
February 17, 2018 at 12:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন