রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার আন্দোলনে সিলেটের মানুষ সব সময় সোচ্চার ছিলেন


সুরমা টাইমস ডেস্ক :: বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার আন্দোলনে সিলেটের মানুষ সব সময় সোচ্চার ছিলেন। দেশের অন্যান্য অঞ্চল থেকে এ অঞ্চলের মানুষ সব সময় সব আন্দোলন সংগ্রামে এগিয়ে থাকেন। ভাষা আন্দোলনেও তার ব্যতিক্রম হয়নি।

সিলেটের রাজপথে স্থানীয় নেতৃবৃন্দ যেমন আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, তেমনি ঢাকায় আন্দোলন ত্বরাণি¦ত করতেও মূল্যবান অবদান রেখেছেন সিলেটের অনেক কীর্তিমান ভাষা সৈনিক। তাদের মধ্যে যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তারা হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম আব্দুস সামাদ আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পরবর্তীতে শিক্ষকতা পেশার সাথে জড়িত বৃহত্তর সিলেটের কুলাউড়ার মেয়ে রওশন আরা বাচ্চু, সাংবাদিক কথাশিল্পী অধ্যাপক শাহেদ আলী, সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া, সাবেক অর্থ ও পরিকল্পনান্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমান, বর্তমান সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাকারিয়া খান চৌধুরী, লেখক-সাংবাদিক সৈয়দ শাহাদাৎ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র আহমদ কবির চৌধুরী, অর্থনীতিবিদ ড. আখলাকুর রহমান, সাংবাদিক এসএম আলী, মাহবুবুল বারী, মোয়াজ্জেম আহমদ চৌধুরী, প্রফেসর সদর উদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস আলী প্রমুখ।

বৃহত্তর সিলেটের এই সাহসী সৈনিকগন রাষ্ট্রভাষা আন্দোলন সংগঠন এবং এ আন্দোলনকে চুড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁদের মহামূল্যবান অবদানের কারণেই পরবর্তীকালে বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে। আর এখনত আমাদের একুশ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হচ্ছে। এমনকি পাকিস্তানেও।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2H7QGFe

February 11, 2018 at 01:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top