বোলপুর, ৩ ফেব্রুয়ারিঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হচ্ছেন সবুজকলি সেন। শনিবার তিনি উপাচার্যের দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত দত্তগুপ্তকে অনিয়মের অভিযোগে বরখাস্ত করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এরপর বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করা হয় স্বপন দত্তকে। কিন্তু তাঁর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে অভিভাবকহীন হয়ে পড়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এরপরই শুক্রবার রাতে সবুজকলি সেনকে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব দেয় মন্ত্রক।
বিশ্বভারতী থেকে পোস্ট গ্র্যাজুয়েট করেছেন সবুজকলি সেন। দীর্ঘদিন তিনি শ্রীনিকেতনের প্রধান হিসেবে দায়িত্বভার সামলান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2nzcJMV
February 03, 2018 at 02:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন