হবিগঞ্জ প্রতিনিধি :: ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে দুই বাসের মধ্যে প্রতিযোগিতা নিয়ে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় উভয় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাংগাইল ও গাজীপুর থেকে সিলেট মাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা দুটি বাস রেইসিং প্রতিযোগিতা করছিল। এ সময় একটি অপরদিকে বার বার চাপ সৃষ্টি করে।
এক পর্যায়ে দুটি বাসের চালকই উত্তেজিত হয়ে উঠেন। পরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় পৌঁছে একটি বাস রাস্তায় ব্যারিকেড দিয়ে অপর বাসটিকে আটক করে।
এ সময় দুটি বাসের চালক ও সহকারিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং একে অপরের বাসে হামলা ও ভাংচুর করেন। এ ঘটনায় দুটি বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।
এতে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দুর পাল্লার যাত্রীরা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন তালুদার জানান- পুলিশ পরিস্থিতি শান্ত করে দিয়েছে। পরে উভয়ের মধ্যে বিষয়টি সমাধান হলে বাস দুটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Hm0lYy
February 16, 2018 at 05:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন