ঢাকা, ০৭ ফেব্রুয়ারি- দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির জন্য দীনেশ চান্দিমালের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৫ ফেব্রুয়ারির এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে থাকছে আসিথা ফার্নান্ডো ও শেহান মাধুসানকা। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে অভিষেক করেছিলেন শেহান। প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাবার পর ক্রিকেট বিষয়ক গণমাধ্যম গুলো চন্ডিকা হাথুরু সিংহের নতুন আবিষ্কার উল্লেখ করে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গেও তুলনা করা হয়েছিল। ওই ম্যাচে নেমেই হ্যাটট্রিক করেছিলেন এই পেস বিস্ময়। অন্যদিকে গেলো বছর জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হবার পর ফের দলে ডাক পেলেন পেসার আসিথা। স্কোয়াডে আরেকটি চমক হিসেবে থাকছেন অভিজ্ঞ লেগ স্পিনার জীবন মেন্ডিস। দীর্ঘ তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই স্পিনিং অলরাউন্ডার। আরও খবর: শুধুই ব্যাটসম্যানের নতুন দায়িত্ব উপভোগ করছেন মুশফিক দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ১৮ ফেব্রুয়ারি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচ দিয়েই নতুন বছরের প্রথমবারের মতো ক্রিকেট ফিরবে চায়ের দেশে। ইনজুরির কারণে দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিচ্ছেন দিনেশ চান্দিমাল। যদিও দীর্ঘদিন টি-টোয়েন্টির থেকে বাইরে ছিলেন তিনি। শ্রীলঙ্কা স্কোয়াড: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, দাসুন শানাকা, নিরোসান ডিকভেলা, ইশুরু উদানা, শেহান মাধুসানকা, জেফরি ভান্ডারসে, আকিলা ধনঞ্জয়া, আমিলা অ্যাপোন্সো, জীবন মেন্ডিস ও আসিথা ফার্নান্ডো। তথ্যসূত্র: আরটিভি অনলাইন এআর/২২:০৩/০৭ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2C302hH
February 08, 2018 at 04:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top