কুমিল্লার হোমনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ নূরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. মাহাবুবুল করিম, লাইন ডাইরেক্টর ডা. মোহাম্মদ শরীফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, গাইনী কনসালটেন্ট ডা. সায়মা আহমেদ ও ডা. নুমাইয়া হাবিব প্রমুখ।
কর্মশালায় স্বাস্থ্য ও ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক নিরাপদ প্রসবসেবা নিশ্চিতকরণে একটি হ্যান্ডআউট উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ডা. এবিএম সামসুদ্দিন আহমেদ।
কর্মশালায়- বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের হার কমবে বলে মত দেন আলোচকরা। স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় আরো বেশী মা যাতে প্রসব সেবাসহ অন্যান্য সেবা সহজে পেতে পারে সেদিকে গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা পরিষদের সভাপতি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সহ-সভাপতি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত মহিলা সদস্যগণের অনেকেই এ বিষয়টি অবগত ছিলেন না, কর্মশালার মাধ্যমে এ বিষয়ে অবগত হয়ে তারা আগামীতে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রকে শক্তিশালী করে স্বাভাবিক প্রসবসেবা নিশ্চিতকরণে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন আলোচকরা।
from Comillar Khabor – কুমিল্লার খবর http://ift.tt/2COv6lz
February 28, 2018 at 10:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন