জিমন্যাস্টিক্স বিশ্বকাপে নতুন ইতিহাস তৈরি করলেন ভারতের মহিলা জিমন্যাস্ট অরুণা বুদ্দা রেড্ডি৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে মেলবোর্ন বিশ্বকাপে ব্রোঞ্জ জিতলেন অরুণা৷ ২২ বছরের হায়দ্রাবাদি আর্টিস্টিক জিমন্যাস্ট অরুণা জাতীয়স্তরে প্রথম পদক জেতেন ২০০৫ সালে৷২০১৪ কমনওয়েলথ গেমসে ভল্ট বিভাগে কোয়ালিফিকেশন রাউন্ডে ১৪ নম্বর স্থান দখল করেছিলেন ভারতের এই মহিলা জিমন্যাস্ট৷ তিনবছর পরে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ৬ নম্বর স্থানে শেষ করেন অরুণা৷ মেলবোর্নে বিশ্বকাপ মঞ্চে সোনা জয়ী স্লোভানিয়ার তাসা কিসলেফ এবং রুপো জয়ী অস্ট্রেলিয়ার এমিলি হোয়াইটহেডের থেকে পিছিয়ে থেকে ব্রোঞ্জ জেতেন অরুণা রেড্ডি৷ ভল্ট বিভাগে তাঁর স্কোর ১৩.৬৪৯৷ ২০১০ এর কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিষেবে ব্রোঞ্চ পদক জেতেন আশিষ কুমার৷ তাঁর পর আর্ন্তজাতিক স্তরে জিমন্যাস্টিক্সে পদক আসেনি ভারতে৷ ২০১৬ রিও অলিম্পিকে ত্রিপুরার বাঙালি মেয়ে দীপা কর্মকার আশা জাগালেও একটুর জন্য ব্রোঞ্জ পদক মিস করেন৷ তাই বিশ্বকাপে অরুণার ব্রোঞ্জ পদক জয় ভারতীয় জিমন্যাস্টিক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়৷ আরও পড়ুন: গণমাধ্যমে স্ত্রী নির্যাতনের খবর, যা বললেন তাসকিনের স্ত্রী! অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে হতে চলা কমনওয়েলথ গেমসেও অংশ নেবেন অরুণা৷ স্বাভাবিকভাবেই কমনওয়েলথ গেমসের আগে এই জয় অরুণার মনোবল অনেকটাই বাড়াবে৷ অরুণা ছাড়াও ভারতের আর এক জিমন্যাস্ট প্রণতী নায়েক ১৩.৪১৬ স্কোর করে মেলবোর্ন জিমন্যস্টিক্স বিশ্বকাপে ছনম্বর স্থান দখন করেছেন৷ এআর/১১:০৩/২৫ ফেব্রুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2F1hk49
February 25, 2018 at 05:03PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন