লস অ্যাঞ্জেলস, ৩১ জানুয়ারি- আমেরিকার লস অ্যাঞ্জেলসের তুজুঙ্গা নদীর পাশের একটি এলাকায় গলায় ফাঁস দেয়া অবস্থায় সংগীতভিত্তিক কমেডি-ড্রামা টেলিভিশন সিরিজ গ্লির অভিনেতা মার্ক স্যালিংয়ের মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অভিনেতা আত্মহত্যা করেছেন। সালিংয়ের আইনজীবী মাইকেল জে প্রেক্টর তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন। স্যালিংয়ের আইনজীবী জানান, জীবনের গুরুতর কিছু ভুলের জন্য তিনি অনুশোচনায় ভুগছিলেন এবং সম্ভবত সেটারই প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছেন আত্মহত্যা করে। এদিকে আত্মহত্যা নাকি খুন হয়েছে স্যালিং সেটি তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, গত ডিসেম্বরে শিশু পর্ন ছবি সংগ্রহ করার অভিযোগ ওঠে এই অভিনেতার বিরুদ্ধে। তার কম্পিউটার থেকে ৫০ হাজারেরও বেশি শিশু পর্নর ছবি পাওয়া গিয়েছিল। এটি এখন বিচারাধীন রয়েছে। আগামী ৭ মার্চ এই মামলার রায় দেবার কথা। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে চার থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে। তাই বিষয়টি নিয়ে অনুশোচনায় আত্মহত্যা করেছেন স্যালিং বলে মনে করা হচ্ছে। লস অ্যাঞ্জেলসের পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল মঙ্গলবার তুজুঙ্গা নদীর পাশের জঙ্গল এলাকায় ৩৫ বছর বয়সী এই অভিনেতাকে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তা এড উইন্টার বলেন, ধারণা করা হচ্ছে, গতকাল স্থানীয় সময় সকাল ৮টা ৫৫ মিনিটে স্যালিংয়ের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে সব আলামত দেখে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত এখনও অব্যাহত আছে। সূত্র:আরটিভি অনলাইন এমএ/০৯:৩১/৩১ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rUVEkZ
February 01, 2018 at 03:38AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন