নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারিঃ নীরব মোদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির(এনসিপি) নেতা মজিদ মেমন। তাঁর দাবি, নোট বাতিলের এক ঘণ্টা আগে মুম্বইয়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৯০ কোটি টাকা জমা দেন নীরব। ওই টাকা জমা করার বিনিময়ে কোনও সুবিধাও নীরব পেয়েছিলেন কিনা তা নিয়ে তদন্তের দাবি করলেন বিশিষ্ট এই আইনজীবী।
তিনি বলেন, ‘নীরব মোদী দেশ ছাড়ার আগেই এই ঘটনাটি সামনে এসেছিল। কী ভাবে ওই বিপুল টাকা নীরব পিএনবিতে জমা করালেন তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন।’ তিনি আরও জানান, ‘আমার কাছে খবর আছে দেশ ছাড়ার আগেও প্রধানমন্ত্রীর দপ্তরে খবর পৌঁছেছিল যে নীরব পালাচ্ছেন।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ozKiOj
February 25, 2018 at 10:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন