হাতির হামলায় ক্ষতিগ্রস্ত ডিয়ার পার্কের ফেনসিং

লাটাগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রের ডিয়ার পার্কের ফেনসিং। এনিয়ে এক সপ্তাহে দুবার হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল এই ডিয়ার পার্কের ফেনসিং এর বেশ কিছু অংশ। দ্রুত ওই ভাঙা অংশগুলি মেরামত করা হবে বলে জানিয়েছে বনদপ্তর।

সোমবার ভোর ৫টা নাগাদ গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বিশালাকার হাতি। হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে। সেখানে থাকা ডিয়ার পার্কের ফেনসিং দু জায়গায় ভেঙে দেয় ওই হাতিটি। ফেনসিং ভাঙ্গার আওয়াজে প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে থাকা বনকর্মীরা বেরিয়ে পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায়।

উল্লেখ্য, গত বুধবারও গরুমারা জঙ্গলের একটি হাতি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছিল। একইভাবে বৃহস্পতিবার লাটাগুড়ির ডাঙ্গাপাড়ার একটি রিসর্টের ফেনসিং ভেঙে ফেলে একটি হাতি। যদিও বনদপ্তর সূত্রে খবর হাতি তাড়াতে নজরদারি চলছে রাতদিন।

সংবাদদাতাঃ শুভদীপ শর্মা

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EeXTVj

February 05, 2018 at 05:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top