খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে বিএনপি’র স্মারকলিপি প্রদান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রোববার চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। স্মারকলিপি প্রদানকে ঘিরে দীর্ঘদিন পর চাঁপাইনবাবগঞ্জ বিএনপি’র শীর্ষনেতার এককাতারে দেখা গেছে।
সকাল থেকে  শহরের পাঠানপাড়া দলীয় কার্যালয় চত্বরে খন্ড খন্ডভাবে একত্রিত হতে থাকে নেতাকর্মীরা। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শেষে বেলা ১১টার দিকে একটি মিছিল বের হয়। মিছিলটি ফুড অফিস মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে গিয়ে আবারও সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।
 এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম টিপু গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, বিএনপি নেতা শহিদুল আলম পলাশ বিশ্বাস, নজরুল ইসলাম, তাসেম আলী, ছাত্রনেতা ফারুক হোসেন, মিম ফজলে আজিম।
এদিকে সমাবেশের শেষ দিকে পুলিশ প্রশাসন সমাবেশস্থলের মাইক বন্ধ করে দেয়। ওই সময় বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ মাইক ছাড়াই সমাবেশে বক্তব্য রাখেন।
পরে বিএনপি’র ৬/৭ জন নেতা জেলা প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০২-১৮




from Chapainawabganjnews http://ift.tt/2ofQD1p

February 18, 2018 at 04:43PM
18 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top