সুরমা টাইমস ডেস্কঃ নগরীর কাষ্টঘর এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধ কোটি টাকার মালামাল। রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দরবাজারের মহাজনপট্টি এলাকায় কাষ্টঘরস্থ আল খাজা মার্কেটের তিন তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একসঙ্গে কাজ করে। ততক্ষণে সেখানে প্রায় ৫০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পরপর কাষ্টঘরের আল খাজা মার্কেটের তিন তলায় তারা আগুন দেখতে পান। পরে সেই আগুন পার্শ্ববর্তী নিউ মার্কেট এলাকার ৫ তলাতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে হাজী আমিন এন্ড সন্স নামক প্রতিষ্ঠানের গোডাউনে রাখা সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শিমুল মো. রফিক জানান- রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। এসময় ব্যবসায়ীরা মহাজনপট্টি এলাকার সড়ক প্রশস্ত করার দাবি জানান।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ovX8x6
February 26, 2018 at 12:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন