একাউন্টারে খতম মেঘালয়ের মোস্ট ওয়ান্টেড জঙ্গি

গুয়াহাটি, ২৪ ফেব্রুয়ারিঃ নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম মেঘালয়ের মোস্ট ওয়ান্টেড জঙ্গি সোহান ডি শিরা। জিএনএলএ-র স্বঘোষিত কমান্ডার ইন চিফ ছিল সে।

জানা গিয়েছে, গারো হিলস পুলিশ এবং মেঘালয় স্পেশাল ফোর্স ১০ কমান্ডোর যৌথ এনকাউন্টার অপারেশনে শনিবার বেলা ১১.৫০ নাগাদ ডোবু আচাকপেকে মৃত্যু হয় ওই জঙ্গির।

২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে নির্বাচন। তার আগে থেকে বেশ সক্রিয় হয়ে উঠেছে ওই জঙ্গি সংগঠন।

গত রবিবার শিলং থেকে ৩২০ কিলোমিটার দূরে এনসিপি প্রার্থী জোনাথান সাংমা হত্যার পর থেকে নিরাপত্তাবাহিনী একটি জঙ্গিবিরোধী একটি অপারেশন শুরু করেছিল। তার ফলস্বরূপ আজকের এই ঘটনা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ER8l6n

February 24, 2018 at 02:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top