তৃতীয়বারের মত পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালযে অনুষ্ঠিত হল বর্ণমেলা

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একুশের সকালে মিষ্টি রোদে শিশুরা ফুল, পাতা, ফলসহ বিভিন্ন  উপকরণ দিয়ে লিখেছে বর্ণ। সকালে থেকেই এ আয়োজন ঘিরে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত ছিলেন, অভিভাবকরা।
সাদিয়া সুলতানা নামে এক শিক্ষার্থী জানান, যখন সে ৪র্থ শ্রেনীতে পড়ত, তখন পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বর্ণ লেখার প্রতিযোগিতা দেখেছে, তখন থেকেই ইচ্ছা ছিলো যে সেও এ প্রতিযোগিতায় নেওয়ার। আজ প্রতিযোগিতায় অংশ নিতে পেওে ভালো লাগছে।
বর্ণমেলায় প্রতিযোগিতা নিয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদুল হুদা অলক জানান, সাধারণত বইয়ে যে বর্ণগুলো শিক্ষার্থীরা পড়েছে, সেগুলো আজ তারা বিভিন্ন ফল ফুল, লতাপাতা, কিংবা চাল, ডাল নিয়ে লিখেছে। এবার ৩য় বছরের মত আমরা এ আয়োজন করছি, এ বর্ণমেলাকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখছি এটা ভালো লাগছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মনোয়ারা খাতুন জানান আমরা শিক্ষার্থীদের উৎসাহ দিতে একুশের ফ্রেবুয়ারী আমরা প্রতিবছরই এ আয়োজন করে আসছি, শিক্ষার্থীদের বই পুরস্কার দেয়। এছাড়াও তাদের বই পড়ার উৎসাহ সৃষ্টি করতে আমাদের এ আয়োজন অনেক কাজে দিচ্ছে।
ব্যতিক্রমি এই আয়োজন ঘুওে ধেখেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা, পিটিআই কর্মকর্তা, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা, সমাজসেবী শফিকুল আলম ভোতাসহ এলাকার সুধিজনরা। পরে অংশ গ্রহণাথীদের মধ্যে ২১ জনকে বই পুরস্কার প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০২-১৮


from Chapainawabganjnews http://ift.tt/2HD0bfM

February 22, 2018 at 03:07AM
22 Feb 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top