লন্ডন, ১২ ফেব্রুয়ারিঃ লন্ডনের টেমস নদীর একটি বন্দরের কাছ থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা। ৫০০ কেজি ওজনের ওই বোমটি রবিবার ভোর ৫টা নাগাদ দেখতে পাওয়া যায় রাজা পঞ্চম জর্জ-এর নামানুসারে টেমস নদীর একটি বন্দরের কাছেই। টেমস নদীর যেখান থেকে বোমাটি উদ্ধার করা হয়, তার প্রায় ২১৪ কিলোমিটার অঞ্চল খালি করে দেওয়া হয়েছে। সেখানকার বাসিন্দাদের অস্থায়ী থাকার জায়গা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।
টেমস নদীর এই অংশের কিছুদূরের মধ্যেই রয়েছে ‘সিটি এয়ারপোর্ট’। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে গতকাল রাত থেকে বিমান পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে । আজ মোট ২৬১টি ফ্লাইট ওঠা-নামার কথা ছিল লন্ডনের সিটি এয়ারপোর্টে। যার মধ্যে ১৩০টি ফ্লাইট গতকালই বাতিল করে দেওয়া হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (১৯৪০ থেকে ১৯৪১ সালের মধ্যে) জার্মান বায়ু সেনা, লন্ডনের এই অংশে অসংখ্য বোমা ফেলেছিল বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BVfBfO
February 12, 2018 at 06:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন