ভুবনেশ্বর, ২৪ ফেব্রুয়ারিঃ বিয়েতে পাওয়া একটা উপহার যে এভাবে বদলে দেবে বিয়েবাড়ির পরিবেশ তা হয়তো স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। তবে হল এমনই। বিয়েতে পাওয়া উপহারগুলো খোলার সময় একটি প্যাকেটে থাকা বিস্ফোরক ফেটে মৃত্যু হল নববিবাহিত যুবক ও তাঁর ঠাকুমার। গুরুতর জখম নববধূ হাসপাতালে চিকিত্সাধান। ঘটনাস্থল ওড়িশার বোলাঙ্গির জেলা। তদন্তে পুলিশ।
পন্থনগরের এসডিপিও সেসাদেবা বারিহা জানিয়েছেন, ‘মাত্র পাঁচদিন আগেই মৃত যুবকের বিয়ে হয়েছিল। ২১ তারিখ ছিল রিসেপশন। পরে বাড়ি এসে বিয়েতে পাওয়া উপহারগুলি খুলে দেখার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সঙ্গে যুবকের ঠাকুমার। রৌরকেল্লার হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। নববধূ বারলার সরকারি হাসপাতালে ভরতি। একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রিশেপশনের দিন ওই দম্পতিকে উপহারের একটি প্যাকেট দিয়েছিলেন। ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিতকরণের চেষ্টা চলছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2EN8wQa
February 24, 2018 at 01:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.