সুরমা টাইমস ডেস্ক ঃঃ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় নিয়ে যদি কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে দেশের মানুষের জানমালের রক্ষায় ছাত্রলীগ কোনো আপোষ করবে না। এর পরিপেক্ষিতে ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক ইসহাক সরকার তার ফেইসবুক ওয়ালে ছাত্রলীগের সভাপতিকে পাল্টা হুশিয়ারী দেন।পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলোঃ
প্রসংগ :
দেশের মানুষের জানমালের রক্ষায় ছাত্রলীগ কোন আপস করবে না –
সাইফুর রহমান সোহাগ
সভাপতি ; বাংলাদেশ ছাত্রলীগ
হুঁশিয়ারী:
নিতান্তই এবং নি:সন্দেহে দেশপ্রেমিক এর স্বাক্ষর রাখিবার নিদারুণ চেষ্টা করিলেন বৈকি; আপনি – সোহাগ সাহেব ! ছাত্রলীগের সভাপতি হিসেবে মহান উক্তিখানা করিয়া যেন একাধারে দেশের মানুষের জানমালের ইজারা নিজ স্কন্ধে লইয়া লৈলেন এমনকি সংগঠনের অতীত গন্ধ মুছিবার চেষ্টা করিলেন ! – পাইলেন কি ?
কোথায় লুকাইয়া রাখিয়াছিলেন আপনার আপোষহীন সে উক্তি যখন –
-বিশ্বজিতকে কুপাইয়াছিলেন ? নাকি উনি ‘জান’ হীন প্রাণী ছিলেন বিধায় উহা রক্ষার কোন দ্বায়িত্ব আপনার সংগঠনের উপর বর্তায় নাই ?
– বদ্রুল কোপাইলেন উহাও কি দেখিলেন না ? নাকি মহিলা কোপানো মানুষ কোপানোর ভেতর পড়েনা ?
– টেন্ডার আর গ্রুপিং লইয়্যা নিজেদের ভেতর খুনাখুনি – উহা কি দেশের মানুষের জানমাল নয় , নাকি উহা আপনাদের ব্যক্তিগত সম্পত্তি ?
– দৈনিক যে বলৎকার গুলি আপনার সাংগঠনিক সৈনিকদের দ্বারা সম্পাদিত হৈতেছে – উহা কি জানমালের ক্ষয়ক্ষতির ভেতর পড়িবে ? নাকি জানমালের পাহাড়াহেতু দৈহিক পাহাড়া সংযোজন কর হিসেবে ধরিব ? – বলিয়া দিবেন !
– নিত্যকার খুন খারাবী যাহা আপনার ছাত্রলীগ করিতেছে উহাতে কি দেশবাসীর জানমালের খেলাপ ঘটিতেছে ? নাকি জনসংখ্যা কমাইয়া দেশের উপকারের নিমিত্তে অবদান রাখিতেছেন – উহাও জানিতে উদগ্রীব হৈয়া রহিলাম !
– মরণঘাতী ইয়াবার ব্যবসা আপনার ছাত্রলীগের মূল রেমিটেন্স – লোকে বলে,আমি নই ! – ইহার ব্যাখ্যা ই বা কি বাতলাইবেন ?
-স্কুলে কমিটি দেয়ার নাম করত: গোটা কয়েক কোমলমতি শিশু খুন করাইলেন ! – ইহার দায়ভার কে নেবে ? নাকি কমবয়েসি দের ‘জান’ এর দাম এখনো পূর্ণ মূল্য পাইবেনা ?
আপনার নেতৃত্বাধীন ছাত্রলীগ – অতীতের ছাত্রলীগের চেয়ে খুন/খারাবী- সম্ভোগ/বলৎকার কিংবা টেন্ডারবাজী বা দেহপসার কোনটাই কম করেনি – তখন কোথায় ছিল আপনার মানবসেবা ?
আপনার ছাত্রলীগ প্রশ্নফাসের মূল হোতা – ইহা প্রমাণিত এমনকি প্রাচ্যের অক্সফোর্ড হইতে ‘অভিযুক্ত’ বহিঃষ্কৃতও বটে – ইহা কি ‘শিক্ষা জাতির মেরুদণ্ড’ কে টোষ্ট বিস্কুটের মতন কড়কড়িয়ে ভেংগে ফেলা বলা যায় ? নাকি ইহাও ছাত্রসেবা ?
” দেশের মানুষের জানমাল রক্ষা ” – এই বাক্যের উপর আরোহন করত : ছাত্রলীগ নিয়া মাঠে নামার পাঁয়তারা করিতেছেন ? তবে শুনিয়া রাখুন – আমজনতা নিজ জানমাল রক্ষায় সচেষ্ট ও সক্ষম বটে ! আপনাদিগকে স্বেচ্ছায় ইজারা লইতে হইবেনা !
বরং
সাধু ভাষার মাধুরীসমেত প্রাঞ্জল বাংলায় বলিতেছি; যাহাতে আপনাদিগের বুঝিতে অসুবিধে না হয় – ৮ তারিখ আমরা নামিব !
কোন উছিলা বশত: আপনার ছাত্রলীগ বিন্দুমাত্র বিশৃঙ্খলার চেষ্টা করিলে অত:পর আপনাদিগের জানমালের হেফাযত কাহারে দিয়া করাইবেন উহার আশুব্যবস্থা গ্রহণ করুন !
আল্লাহ মজলুমের সহায় !
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FHVNdt
February 04, 2018 at 05:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন