সুরমা টাইমস ডেস্ক :: মস্কো থেকে উড্ডয়নের পর রাশিয়ার মালিকানাধীন একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানটিতে ৬৫ ক্রু’সহ ৭১ জন যাত্রী ছিলো। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির খবরে বলা হয়েছে, উড়াল পর্বতের নিকটে আসার পরপরই বিমানটি রাডার স্ক্রিনে আর ধরে পড়ে নি।
সারাতভ এয়ারলাইনসের এন-১৪৮ নামের বিমানটি বিধ্বস্ত হওয়ার ব্যাপারে এখনো মুখ খোলেনি রুশ প্রশাসন। জরুরি সংস্থার এক কর্মী বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, ‘বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে থাকা যাত্রীদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই।’
জানা গেছে, বিমানটিতে ছয়জন বিদেশি ক্রু ছিলো। ওই ব্যক্তি আরো জানিয়েছেন, মস্কোর ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রাম আরগুনোভোতে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BUnbYb
February 12, 2018 at 12:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন