ভুবনেশ্বর, ৬ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার সফলভাবে অগ্নি-১(এ) ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করল ভারত। এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ওড়িশা উপকূলের আবদুল কালাম আইল্যান্ড থেকে উৎক্ষেপণ করা হয় মিসাইলটি। ভারতীয় সেনার স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ড এই পরীক্ষা নিরীক্ষা চালায়। ৭০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যকে আঘাত করতে পারে এই মিসাইলটি। জানা গিয়েছে, আবদুল কালাম আইল্যান্ডের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের প্যাড-৪ থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। মিসাইলটি ৪.৮ মিটার দীর্ঘ এবং ১.৩ মিটার ব্যাসার্ধ। সেকেন্ডে ২.৫ কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়া অগ্নি-১ এর উচ্চতা ১৫ মিটার। ওজন ১২ টন। হাজার কেজির ওজন বইতে সক্ষম।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FQiJYa
February 06, 2018 at 01:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন