লিখা হচ্ছে সাইফুর রহমানের নাম!


সুরমা টাইমস ডেস্ক ঃঃ সিলেট শাহজালাল মাজারের মহিলা এবাদতখানা এবং বিশ্রামাগার উদ্বোধন করেছিলেন তখনকার অর্থমন্ত্রী সাইফুর রহমান। সিলেট জেলা পরিষদের উদ্যোগে ২৪নভেম্বর ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন তিনি।

বিএনপি প্রধান খালেদা জিয়ার সড়কপথে সিলেট সফরে আসছেন আজ। তিনি শাহজালাল এবং শাহ পরান মাজার জিয়ারত করবেন। এ উপলক্ষে মাজার সংলগ্ন আশেপাশের এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ করা হচ্ছে। বিএনপি নেতৃবৃন্দ ধোয়া-মোছা, পরিস্কার-পরিচ্ছন্নসহ পেইণ্ট এবং রঙ দিচ্ছেন বিভিন্ন দেওয়াল এবং স্থাপনায়। এই ধারাবাহিকতায় শাহজালাল মাজারের মহিলা এবাদত খানা এবং বিশ্রামগারের উদ্বোধন ফলকেও নতুন করে লিখা হচ্ছে উদ্বোধক সাইফুর রহমানের নাম।

ফলকে সাইফুর রহমানের নাম মুছে গিয়েছিলো। খালেদা জিয়ার সফর ঘিরে নতুন করে লিখা হচ্ছে সাইফুর রহমানের নাম।

সিলেটবাসীসহ সিলেট বিএনপির নেতাকর্মী বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2E1PxNq

February 05, 2018 at 03:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top