‘নিজের মাথাও কি কেটে ফেলবেন?’

সুরমা টাইমস ডেস্ক::            আজ থেকে সকালে আড়াই ঘণ্টা ইন্টারনেটের গতি কমিয়ে রাখতে সব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি, মোবাইল অপারেটর এবং ওয়াইম্যাক্স অপারেটরদের নির্দেশনা দিয়েছিল টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। কিন্তু এ ঘোষণা দেওয়ার পর দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।

আর তাই এ ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হলো টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। কিন্তু প্রশ্ন ফাঁস রোধে হঠাৎ সরকারের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করাকে অযৌক্তিক বলে মনে করছে দেশের সুশীল সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্য দেখা যাচ্ছে এ বিষয় নিয়ে কথা বলতে। এবার বিষয়টি নিয়ে কথা বলতে দেখা গেলো গণজাগরণের মুখ্যপাত্র ইমরান এইচ সরকার।
তিনি এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট দিতে গিয়ে লিখেছেন, ‘ইন্টারনেটের হাত-পা আছে, মাথা আছে। ইন্টারনেট দুর্নীতি করে। ইন্টারনেট প্রশ্নও ফাঁস করতে পারে! তাই বাংলাদেশে প্রশ্নফাঁস বন্ধ করতে ইন্টারনেট (প্রায়) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এমন সিদ্ধান্ত নিতে পারেন তারা মাথা ব্যাথা হলে নিজেদের মাথাও কি কেটে ফেলবেন?



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nTRwgP

February 12, 2018 at 07:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top