টরন্টো, ০৫ ফেব্রুয়ারি- গত শনিবার, ২৭শে জানুয়ারী, ২০১৮ কানাডায় অবস্থানরত বাংলাদেশী কৃষিবিদদের সংগঠন আবাকান এর উদ্যোগে জম -জমাট ভাবে উদযাপিত হলো আবাকান ফ্যামিলি নাইট। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের সদস্য (এমপিপি) আর্থার পটস। বিশেষ দূত মারফত শুভেচ্ছা ও সার্টিফিকেট পাঠিয়েছিলেন বিল ব্লেয়ার এমপির প্রতিনিধি নাহিদা শরাফী এবং নাথানিয়ান এর্সকিন স্মিথ এমপির প্রতিনিধি কাজী সাকি| আবাকান এর নতুন কমিটির পরিচিতির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় | কানাডায় অবস্থিত প্রায় ৪০০ মেধাবী দক্ষ বাংলাদেশী কৃষিবিদ নিয়ে এই সংগঠন , জানালেন সংগঠনের সাধারন সম্পাদিকা ডঃ নুরুন নাহার খানম শিরিন । আবাকান সভাপতি কৃষিবিদ কামাল মুস্তাফা হিমু ও সাধারণ সম্পাদক ডঃ শিরীন নুরুন নাহার খানম এর বলিষ্ঠ নেতৃত্বে এবং সকল নির্বাহী কমিটির সুযোগ্য সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলশ্রুতিতে এমন সুন্দর মনে থাকার মত একটি অনুষ্ঠানের সফল সমাপ্তি সম্ভব হয়েছে। সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান স্বপনএর উপস্থাপনায় আবাকান ফ্যামিলি নাইট ছিল অত্যন্ত প্রাণবন্ত, এর সাথে যোগাযোগ বিষয়য়ক সম্পাদিকা শুভ্রা শিউলী সাহার অনবদ্য সহোযোগিতায় পূর্ণতা পেলো সাংস্কৃতিক সন্ধ্যাটি | সার্বিক ব্যবস্থাপনায় ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি গোলাম কিবরিয়া আর ট্রেজারার মনজুরুল রুবেলের ভুমিকা অসাধারন প্রশংসনীয়। নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান , রেজাউল করিম বাদল, কামরুজ্জামান ভূইয়াঁ আর কমল সাহার সহযোগিতার কথা অনস্বীকার্য | নির্বাহী কমিটির বাহিরে বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে, বিভিন্ন আংগিকে যারা নিরলস পরিশ্রম করে গেছেন তাদের মধ্যে কৃষিবিদ শামসুজজোহা, মাহবুব রেজা, আহসান উল্লাহ মাসুদ, ইকবাল হোসাইন, ও নজরুল ইসলাম কাকুলের নাম না বললেই নয়। আবাকান মেম্বারদের সাথে বাড়তি অর্থের চাকা ঘুরাতে যাদের সহায়তা ছিল তারা হলেন কৃষিবিদ ডঃ মোহাম্মদ আলী , কৃষিবিদ রাসেল সিদ্দিকী, কৃষিবিদ আব্দুল মান্নান , কৃষিবিদ ডঃ সুশীতল চৌধুরী , কৃষিবিদ নুরুল ইসলাম সরকার , কৃষিবিদ প্রনবেশ পোদ্দার , কৃষিবিদ তপন সাইদ , কৃষিবিদ ইকবাল হোসেইন, কৃষিবিদ কামরুজ্জামান, কৃষিবিদ কমল সাহা, সেহেলী সাইফুল প্রমুখ। কৃষিবিদ সন্তানদের দ্বারা পরিবেশিত হয় একটি গীতি আলেখ্য। পরিচালনায় ছিলেন কৃষিবিদ হাসমত আরা জুই ও সোমা চৌধুরী। কুলা, ডালা, চুলা, মাথাল, কাঁচি, ঢেকির দেশীয় সংস্কৃতির বাস্তব প্রদর্শনে নবান্নের সাথে সাথে এক পলকে সবাই যেন হারিয়ে যায় আমাদের গ্রাম বাংলায় | গানে গানে সুরের আবেশে ভাসালেন ফাহামিদা নতুন, সুনিতি সরদার, কৃষিবিদ ড: প্রশান্ত, কৃষিবিদ ডালিয়া, কৃষিবিদ সোমা, কৃষিবিদ জুই, ইন্দিরা , সুচন্দ্রিমা চৌধুরী , কৃষিবিদ ফেরদৌস ও অন্যান্য শিল্পীরা । অত্যন্ত আকর্ষনীয় রাফেল ড্র পরিচালনা করেন দক্ষ সংগঠক কৃষিবিদ আবুল বাসার ও কৃষিবিদ কিবরিয়া। এবারের লিডারশিপ এওয়ার্ড প্রদান করা হয় কৃষিবিদ প্রফেসর ডঃ আব্দুল আউয়ালকে। মোটকথা প্রথম মহিলা জেনারেল সেক্রেটারি ডঃ শিরীন নুরুন নাহার খানমের সুযোগ্য নেতৃত্বে ও কালচারাল সেক্রেটারি কৃষিবিদ কামরুজ্জামান স্বপনের পরিচালনায় অনুষ্ঠানটি ছিল সুন্দর ও উপভোগ্য। কানাডাতে কৃষিবিদগণ কৃষি বহির্ভুত নতুন নতুন ক্ষেত্রে সকল বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে। বাংলাদেশী অভিবাসী সমাজের জন্য আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার আলোকে, দূর প্রবাসে, নতুন আবাসস্থলে একে অপরের প্রতি অকুন্ঠ ভালোবাসা নিয়ে, মান-অভিমান বেদনা ভুলে গিয়ে, হাসি কান্নার সাথী হয়ে অভিবাসী বাংলাদেশীদের এক আলোকিত সমাজ বিনির্মানে কৃষিবিদদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2E5TmRy
February 06, 2018 at 03:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top