দোয়ারাবাজারে ৩ ইউপি সদস্যসহ ২০জন জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি::      সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজারে জোয়ার আসর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন সদস্যসহ ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (০৩রা ফেব্রুয়ারি) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এরআগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বোগালা বাজার ইউপি সদস্য মনিরুল ইসলাম (৫০), আকবর আলী (৫২) ও তোতা মিয়া (৪২)। এছাড়া দেলোয়ার হোসেন (২৮), আব্দুল হাসেম (৩০), ফজলুল করিম (৫১), তামিল খাঁন (৪৩), উজ্বল খান (৪০), ফজর আলী (৬০), খোরশেদ আলম (২৩), ইসমাইল (৪০), আব্দুস শহীদ (৩৫), রিপন মিয়া (৩৮), বিল্লাল মিয়া (৩০), আমির হোসেন (৫২), আবুল হোসেন (৩২), শহীদ মিয়া (৩৭), মো. সাহেল মিয়া (৪০), হেলাল উদ্দিন (৩০) ও আকবর আলী (৪০)।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালানো হয়। অভিযানে তিন ইউপি সদস্যসহ ২০ জনকে হাতেনাতে আটক এবং তাদের জিনিসপত্র জব্দ করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BRE15d

February 03, 2018 at 06:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top