সুরমা টাইমস ডেস্ক:: কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ সোমবার ইভানা নামে এক শিক্ষার্থী মায়ের লাশ বাড়িতে রেখেই ইংরেজি ১ম পত্র পরীক্ষা সম্পন্ন করলেন। গতকাল রবিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় ইভানার মা তাছলিমা বেগম।
জানা যায়, সদর দক্ষিণ উপজেলার বালিহারা ইউনিয়নের মুগদুধ গ্রামের আবদুল হান্নানের মেয়ে ইভানা হান্নান রিম্বি বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় নানার বাড়ীতে থেকে লেখাপড়া করে আসছে। সে নাজিরা বাজার দা হলি কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। গতকাল রবিবার রাতে ইভানার মা তাছিলিমা বেগম (৩৫) ক্যান্টনমেন্ট থেকে বাবার বাড়ীতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া হোটেল বিরতীর সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি এম্বুলেন্সের নিচে চাপা পরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাতেই লাশ নিয়ে যাওয়া হয় তাঁর বাবার বাড়ী ময়নাতি গ্রামে। তাঁর এই মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মায়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙ্গে পরেন ইভানা। আজ সোমবার সকালে লাশ পাঠানো হয় নিহতের স্বামীর বাড়ীতে। মায়ের লাশ পাঠিয়ে দিয়ে রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে আসেন ইভানা।
এ খবরটি জানাজানি হলে কেন্দ্র উপস্থিতিরাও শোকহত হন। খবর পেয়ে রামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহপরান আজাদ উপস্থিত হয়ে শোকাহত মেয়েটিকে সান্তনা দেন। পরীক্ষা শেষে ইভানা মায়ের দাফন সম্পন্ন করার জন্য বাবার বাড়ীর উদ্যোশ্যে রওনা হয়ে যান।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2E6C7zu
February 05, 2018 at 11:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন