দার্জিলিং মেল বিতর্কঃ অনশন কর্মসূচি থেকে পিছু হটল না তৃণমূল নেতৃত্ব

বীরপাড়া, ১৩ ফেব্রুয়ারিঃ দার্জিলিং মেল নিয়ে রেল মন্ত্রকের ঘোষণা সত্ত্বেও অনশন কর্মসূচি থেকে পিছু হটল না তৃণমূল নেতৃত্ব। আজ সকাল ৯টা থেকে তৃণমূলের পক্ষ থেকে বীরপাড়ার দলগাঁও রেল স্টেশন চত্বরে অনশন কর্মসূচি শুরু হয়। যদিও পরে দুপুর একটা নাগাদ রেল দপ্তরের আলিপুরদুয়ারের অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার অলোক বর্মন দলগাঁওয়ে যান। অলোকবাবুর সঙ্গে আলোচনা শেষে অনশন তুলে নেন তৃণমূল নেতৃত্ব।

এদিন অনশনে অংশ নেন দলের জেলা সহ সভাপতি প্রশান্ত নাহা, জেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য পঙ্কজ দাস ধ্রুব, জেলা পরিষদের স্থানীয় সদস্যা জসিন্তা লাকড়া সহ শাসক দলের বেশ কয়েকজন নেতা-নেত্রী। কিন্তু রেল মন্ত্রক যেখানে স্পষ্টভাবেই দার্জিলিং মেল নিয়ে বিভাগীয় সিদ্ধান্ত জানিয়েছে, সেক্ষেত্রে অনশন কেন? অনশন শেষে জেলা সহ সভাপতি প্রশান্ত নাহা বলেন, ‘আমরা রেল আধিকারিকের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট। তবে অনশন তুললেও দার্জিলিং মেলের দাবি থেকে সরে দাঁড়ানোর প্রশ্ন নেই। কারণ, দার্জিলিং মেল ডুয়ার্স রুটে চললে ডুয়ার্সের হাজার হাজার মানুষের সঙ্গে প্রতিবেশী দেশ ভুটানের নাগরিকরাও উপকৃত হবেন। রেল আধিকারিক অলোক বর্মন বলেন, ‘অনশনকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে‌।’

প্রসঙ্গত, গতকাল রেলের তরফে জানানো হয়েছে, নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে সরছে না দার্জিলিং মেল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Enurt0

February 13, 2018 at 06:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top