সুরমা টাইমস ডেস্ক:: ভ্যালেন্টাইনস ডে নিয়ে মাতামাতির শেষ নেই৷ এই বিশেষ দিনটি পার্টনারের সঙ্গে কাটানোর জন্য দিনের পর দিন অপেক্ষা করে থাকে অনেকে৷ কিন্তু সে তো রোম্যান্সের কথা৷ এছাড়াও তো অনেক কিছু হয়৷ যেমন, বিছানায় আদর? তার জন্য দরকারি উত্তেজনা, উষ্ণতা? হরমনের ওঠাপড়া? বছরভোর অনেকের ক্ষেত্রে পর্নহাব এর জোগান দেয়৷ কিন্তু ভ্যালেন্টাইনস ডে-র দিন এদের কী অবস্থা?
পর্নহাব সম্প্রতি এনিয়ে একটি তথ্য প্রকাশ করেছে৷ সেখানে তারা দেখিয়েছে ভ্যালেন্টাইন ডে জ্বর কীভাবে সাইটের উপর প্রভাব ফেলেছে৷ পর্নহাব সবার ভ্যালেন্টাইনস ডে-তে সবার লিস্টে অবশ্যই থাকে না৷ কিন্তু এই সাইটে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে এই দিনটিই৷ ১৪ ফেব্রুয়ারি৷
সাইটে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে “ভ্যালেন্টাইন” শব্দটি৷ তারপরই আছে “কিউপিড”, “লাভ” ও “ম্যাসাজ”৷ “ভ্যালেন্টাইন” শব্দটি সার্চ করা হয়েছে ৩৪৮১% বার৷ “কিউপিড” শব্দটি সার্চ করা হয়েছে ৬৫২% ও “লাভ” শব্দটি সার্চ করা হয়েছে ২৪৪%৷ এছাড়াও “কাকোল্ড” “লজাঁরি”-র মতো শব্দও সার্চ করা হয়েছে৷
সদ্য পেরিয়েছে ভ্যালেন্টাইনস ডে৷ এখনও ২৪ ঘণ্টাও কাটেনি৷ বাতাসে এখনও রোম্যান্স৷ পর্নহাব বলছে, মানুষ এখনও অন্য কিছু সার্চ করছে না ওয়েবাসাইটে৷ এখনও “ভ্যালেন্টাইন” শব্দটিই বেশি সার্চ করছে মানুষ৷ পর্নহাব সবচেয়ে বেশি সার্চ করে চিলির মানুষ৷ এরপর স্থান রয়েছে মেক্সিকো, পেরু ও কলম্বিয়ার৷
ওয়েবসাইটের পক্ষ থেকে ভারত তালিকায় কোন নম্বরে রয়েছে, তা প্রকাশ করা হয়নি৷ কিন্তু তারা জানিয়েছে তাদের সর্বাধিক কাস্টমারের লিস্টে রয়েছে ভারতের নাম৷
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2suGCCX
February 15, 2018 at 11:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন