কুমিল্লার ৮০ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার

ভাষা আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রাদ্ধা জানানোর মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু কুমিল্লা জেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সুযোগ পাচ্ছে না। কারণ ভাষা আন্দোলনের ৬৬ বছর পরও জেলার সব বিদ্যালয়ে নির্মাণ করা হয়নি শহীদ মিনার।

একটি মহানগর, আটটি পৌরসভা ও ১৬টি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লায় প্রাথমিক বিদ্যালয় আছে ২ হাজার ৯৪টি। কিন্তু তার মধ্যে ১ হাজার ৭০৫টি প্রতিষ্ঠানেই কোনো শহীদ মিনার নেই। সেই সাথে জেলায় রয়েছে অসংখ্য কিন্ডারগার্টেন, আনন্দ স্কুল ও ইবতেদায়ী মাদ্রাসা। সেগুলোতেও শহীদ মিনার নেই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিমধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে। এ জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে তথ্য সংগ্রহ করা হলেও মূল কাজ কাগজে কলমে আটকা পড়ে আছে।

বুড়িচং উপজেলার কাবিলা হাজী জুনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুন্নেছা সীমা কুমিল্লার খবরকে বলেন, ‘আমার বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তাই শিক্ষার্থীরা শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে পারে না। এ ব্যাপারে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বা শিক্ষা বিভাগেরও কোনো উদ্যোগ নেই।’

মেঘনা উপজেলার লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলীম কুমিল্লার খবরকে বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ৩৬১ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের শহীদ মিনার না থাকায় তারা এ বিষয়ে কিছুই অনুধাবন করতে পারছে না। শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে শহীদ মিনার থাকা প্রয়োজন।’

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম কুমিল্লার খবরকে বলেন, নিজের ভাষা ও ভাষা আন্দোলন সম্পর্কে প্রতিটি শিক্ষার্থীর জানার অধিকার রয়েছে। তারা যে বিদ্যালয়ে শিক্ষা অর্জন করবে সেখানে শহীদ মিনার থাকবে না, তা হতে পারে না।

যোগাযোগ করা হলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন সিদ্দিক কুমিল্লার খবরকে বলেন, ‘অধিকাংশ বিদ্যালয়ে শহীদ মিনার নেই। আমরা এসব বিদ্যালয়ের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করছি পর্যায়ক্রমে শহীদ মিনার নির্মাণ করা হবে।’

শিক্ষার্থীদের মহান ভাষা দিবস সর্ম্পকে সচেতন করতে শহীদ মিনারের প্রয়োজন রয়েছে স্বীকার করে তিনি কুমিল্লার খবরকে বলেন, আরো আগেই প্রতিটি প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা প্রয়োজন ছিল। সরকার এ ব্যাপারে সচেষ্ট রয়েছে।



from Comillar Khabor – কুমিল্লার খবর http://ift.tt/2oiHHZQ

February 21, 2018 at 09:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top