কোচবিহার থেকে উত্তর-পূর্ব ভারতে বিমান চালানোর উদ্যোগ

কোচবিহার, ১৮ ফেব্রুয়ারিঃ উত্তর-পূর্ব ভারত ও কোচবিহারের মধ্যে বিমান যোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে উত্তর-পূর্ব ভারতের এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথা বলা হয়েছে। তারা যদি বাগডোগরা ভায়া কোচবিহারের মধ্যে ছোটো বিমান চালায় তবে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ তথা কোচবিহারের যোগাযোগ অনেকটাই ভালো হবে। একথা জানালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

উন্নয়নমন্ত্রী বলেন, ‘চলতি মাসের ২২-২৩ তারিখের মধ্যে কলকাতা ও কোচবিহারের মধ্যে ১৯ আসনের বিমান চলাচল শুরু হতে চলেছে। পরবর্তীকালে যাত্রীদের ভিড় যদি বাড়ে তবে স্পাইস জেটও বিমান চালাতে তৈরি রয়েছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2GlmogI

February 18, 2018 at 04:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top