দুই মাসেও সংস্কার হয়নি জগন্নাথপুরের নলজুর সেতুর সংযোগ


সুনামগঞ্জের জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কের নলজুর সেতুর পূর্ব পাশের সংযোগ সড়কটি (এ্যাপ্রোচ) ধসে পড়ায় সড়কটি দিয়ে প্রায় দুই মাস ধরে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। ফলে উপজেলা সদরের সঙ্গে এখানকার তিনটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ অবস্থায় উপজেলার তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষজনকে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, এ্যাপ্রোচটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা সংস্কার করতে সময় লাগবে। দরপত্র আহবান করে কাজ করতে হবে। তাই দ্রুত সমস্যা সমাধানে আমরা উপজেলা পরিষদ থেকে এটি সংস্কার করার জন্য উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি।

স্থানীয় উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের মে মাসে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি নলজুর নদীর ওপর ঘোষগাঁও নামক স্থানে ১৩ কোটি টাকা ব্যয়ে ৩৯.১৫ মিটার গার্ডার সেতুর উদ্বোধন করেন। কিন্তু সংযোগ সড়কের (এ্যাপ্রোচের) জায়গার পশ্চিম অংশের মালিকানা নিয়ে বিরোধ থাকায় এ্যাপ্রোচের কাজ শেষ হয়নি। বিকল্প এ্যাপ্রোচ ব্যবহার করে যান চলাচল শুরু হয়।

এই সড়কটির ওপর দিয়ে এখানকার রানীগঞ্জ, পাইলগাঁও ও আশারকান্দি তিনটি ইউনিয়নের মানুষ উপজেলা সদরে আসা যাওয়া করেন।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, নলজুর সেতু দিয়ে এখানকার তিনটি ইউনিয়নের মানুষজন উপজেলা সদরে যাতায়াত করেন। অপরদিকে উপজেলা সদরের বাসিন্দারা কম সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুরে যাতায়াত করতে পারেন এই রাস্তা ব্যবহার করে। সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকায় স্থানীয় হাটবাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে।

এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার বলেন, নলজুর সেতুর এ্যাপ্রোচ ধসের পরপর দ্রুত কাজটি করতে সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ ডিসেম্বর সেতুর মুখের সংযোগ সড়কটি ধসে পড়ে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DXkrdM

February 03, 2018 at 04:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top