ময়নাগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ পথ দুর্ঘটনায় আহত ৪ বিএসএফ জওয়ান। ময়নাগুড়ির ব্রহ্মপুরে সার্ক রোডের ঘটনা। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। এদের মধ্যে লালন পাশোয়ান এবং বিশ্বনাথ দাস ও সহদ্বীপ যাদব নামে ৩ জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতাল নিয়ে আসা হয়েছে। পরে তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুরুতর আহত ১ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত হয়েছে।
জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ির রানীনগর থেকে একটি জিপসি গাড়িতে ৪ জন বিএসএফ জওয়ান জামালদা যাচ্ছিলেন। পথে ময়নাগুড়ি ব্রহ্মপুরের কাছে একটি দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে বিএসএফ এর গাড়িটি। এরপর দুর্ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে আসে। দুর্ঘটনার জেরে সার্ক রোডে যানজট দেখা দেয়। এই জওয়ানরা প্রত্যেকেই ১৪০ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত। তারা জামালদার কাছে ভারত-বাংলাদেশ সিমান্তের ডেরাডাবড়িতে সিমান্ত প্রহরার কাজে নিযুক্ত।
ছবি ও তথ্যঃ অভিরুপ দে
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BnyDKO
February 10, 2018 at 11:54AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন