বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে তাসলিমা খান রীমা (১৬) নামে কলেজছাত্রীর আত্মহত্যার প্ররোচনাকারী স্থানীয় লামাকাজী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সুমন মিয়ার ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার লামাকাজী পয়েন্টের সিলেট-সুনামগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ, লামাকাজী সোস্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট, বর্ণমালা শিক্ষা উন্নয়ন সংস্থা ও এলাকার সর্বস্তরের সুনাগরিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও যুবসমাজ অংশগ্রহণ করেন। প্রায় আধাকিলোমিটার এলাকাব্যাপী বিস্তৃত মানববন্ধনে ‘রীমা হত্যার বিচার চাই, সুমনের ফাঁসি চাই’ শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে লামাকাজী এলাকা। এসময় ব্যস্ততম এ সড়কে যান চলাচলে কিছুটা বিঘœতার সৃষ্টি হয়। মানববন্ধনের খবর পেয়ে একদল পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। তিনি এ ঘটনায় সবধরণের আইনি সহায়তার আশ্বাস দিলে আয়োজকরা মানববন্ধন প্রত্যাহারের ঘোষণা দেন।
লামাকাজী এলাকার বিশিষ্ট মুরব্বী সামসুদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক ফয়জুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক একেএম দুলাল, ফয়সল আহমদ মেম্বার, রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক কামাল মিয়া, মাসুক মিয়া, ছাত্রনেতা শীতল বৈদ্য, লামাকাজী সোস্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ, বর্ণমালা শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্য ফয়সল আহমদ।
প্রসঙ্গত: গত শুক্রবার রাত ১টার দিকে নিজের রুমে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে উপজেলা আওয়ামী লীগের সদস্য, লামাকাজী ইউনিয়নের কেশবপুর গ্রামের ডা. শাহনুর হোসাইনের মেয়ে ও সিলেটের বাগবাড়ী মঈন উদ্দিন মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তাসলিমা খানম রীমা। তার পরিবারের অভিযোগ, একই গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে, লামাকাজী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সুমন আহমদের অব্যাহত উত্যক্ততা সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2BA173P
February 18, 2018 at 04:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন