চট্রগ্রাম, ০২ ফেব্রুয়ারি- কুশল মেন্ডিসের ভাগ্য খারাপ না ভালো? ছোট্ট পরিসংখ্যান দেই। এই নিয়ে ৪ টেস্ট সেঞ্চুরির ৩টিতেই দেড়শ ছুঁলেন মেন্ডিস। এর আগে খেলেছেন ১৯৪ ও ১৭৬ রানের ইনিংস। এবারও তার ডাবল সেঞ্চুরিটা হলো না। তাইজুল ইসলামের বলে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়ার আগে তার নামের পাশে ৩২৭ বলে ২২ চার ২ ছক্কায় ১৯৬ রানের অনন্য ইনিংস। তবে থেকে গেল ডাবল সেঞ্চুরির আক্ষেপ। ৪১৫ রানে তৃতীয় উইকেটের পতন ঘটল শ্রীলঙ্কার। ১ উইকেটে ১৮৭ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের প্রথম সেশনে কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। বরং শুরুতেই ২০০ বলে ১০ চার ১ ছক্কায় ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস। লাঞ্চে পর মুস্তাফিজের বলে ধনাঞ্জয়া ডি সিলভা লিটন দাসের গ্লাভসবন্দি হলে ভাঙে ৩০৮ রানের বিশাল দ্বিতীয় উইকেট জুটি। আউট হওয়ার আগে ২২৯ বলে ২১ বাউন্ডারি আর ১ ওভার বাউন্ডারিতে ১৭৩ রানের অতিমানবীয় ইনিংস উপহার দেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। আরও খবর:সেঞ্চুরি করে দলকে জেতালেন বিরাট কোহলি ১৭৩ রানের ইনিংস খেলার পথে প্রথমবারের মত দেড়শ রানের গণ্ডি পার হয়েছেন ধনাঞ্জয়া। একইসঙ্গে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে কম ১২ টেস্টে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৫১৩ রান। ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুমিনুল হক। এছাড়া মুশফিক ৯২ আর অধিনায়ক মাহমুদ উল্লাহ অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন। সূত্র:কালের কন্ঠ এমএ/০২:৩০/০২ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FBwA4q
February 02, 2018 at 08:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top