ব্যাংক ডাকাতিতে গ্রেফতার রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল সহ আরও ৩

যোধপুর, ১১ ফেব্রুয়ারিঃ ব্যাংক ডাকাতির চেষ্টাকে ব্যর্থ করল রাজস্থান পুলিশ। ঘটনাটি  রাজস্থানের ঝুনঝুনু জেলার গুধা গোরজি এলাকার। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৪জনকে গ্রেফতার করেছে যার মধ্যে এক পুলিশ কনস্টটেবলও রয়েছেন৷ ওই কনস্টেবল রাষ্ট্রপতি ভবনের কাজে নিযুক্ত ছিলেন। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় জানা গিয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নিরাপত্তার জন্য রাষ্ট্রপতি ভবনে মোতায়েন করা হয়েছিল সন্দীপ সিং নামে ওই কনস্টেবলকে। গুধা গোরজী পুলিশ স্টেশনের এসএইচও অশোক চৌধুরী জানিয়েছেন, ব্যাংক ডাকাতির খবর পুলিশ আগেই পেয়ে যায়। ঘটনাস্থলে নজরদারির জন্য পুলিশেরই একটি দলকে মোতায়েন করা হয়েছিল৷ রাতে ব্যাংকের শাটার খোলা দেখে পৌঁছে যায় অতিরিক্ত বাহিনীও৷ ডাকাতদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা পালানোর চেষ্টা করে৷ একজন পালাতে গিয়ে ধরা পড়ে এবং তার সূত্র ধরেই বাকিদের খোঁজ মেলে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BoluBb

February 11, 2018 at 03:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top