ঢাকা, ১৩ ফেব্রুয়ারি- শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য কিছুদিন আগেই স্কোয়াড ঘোষণা করা হয়। সেই দলে একমাত্র বাঁ-হাতি স্পিনার ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ইনজুরির কারণে তিনি খেলতে না পারায় তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন নাজমুল ইসলাম অপু। মঙ্গলবার অপুকে দলে নেওয়ার বিষয়টি এক ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। আরও পড়ুন: তামিম নয় বরং টি-টোয়েন্টির নেতৃত্বে মাহমুদউল্লাহ এর আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলনে দেখা গেছে তাকে। তারপর থেকেই এক প্রকার নিশ্চিত হওয়া গিয়েছিল অপু টি-টোয়েন্টি দলে ঢুকেছেন। মূলত বাঁহাতি স্পিনারের ঘাটতি পোষাতে অপুকে দলে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ সাকিব ছাড়া টি-টোয়েন্টির দলে কোনো বাঁ-হাতি স্পিনার ছিলেন না। এক্ষেত্রে বিপিএলের পারফর্মমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/১৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BZcLq8
February 14, 2018 at 05:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top