কলকাতা, ২৭ ফেব্রুয়ারিঃ বার্ন স্ট্যান্ডার্ড গোটানোর পরিকল্পনা পেশ হল জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল (এনসিএলটি)-এ। সেখানকার কর্মীদের তরফে বকেয়া পাওনার দাবি জানানো হয়েছে। এনসিএলটি সব পক্ষের কথা শুনলেও এই বিষয়ে কোনো রায় দেয়নি। শ্রমিক নেতৃত্ব জানিয়েছেন, সব কর্মীকে স্বেচ্ছাবসরের জন্য ৪১৭ কোটি টাকা খরচের প্রস্তাব দিয়েছে সংস্থায় নিযুক্ত রেজলিউশন প্রফেশনাল (আরপি)।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। বার্ন গোটানোর পরিকল্পনা অনুমোদনের জন্য রেল মন্ত্রিসভায় পাঠিয়েছে। সেখানে কী সিদ্ধান্ত হয় তা দেখেই রায় জানাবে এনসিএলটি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FxYbVi
February 27, 2018 at 11:46AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন