নয়াদিল্লি, ১৬ মার্চঃ জাতীয় প্রকল্প আর রাম সেতুর মধ্যে রাম সেতুকে বেছে নিল কেন্দ্র। রাম সেতুর ক্ষতি কোনোভাবেই করা যাবে না বলে শুক্রবার সুপ্রিমকোর্টকে জানাল কেন্দ্র।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানউইলকর এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূর-এর বেঞ্চকে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তরফে বলা হয়েছে সেতুসমুদ্রম প্রকল্পের জন্য অন্য কোনো বিকল্প রাস্তা খুঁজে নিতে।
পক প্রণালীতে ড্রেজিং করে জাহাজ চালানোর পথ তৈরির প্রকল্প নিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার। প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ‘সেতুসমুদ্রম’। তখন বিরোধী দল বিজেপি-র তরফে বাধা দেওয়া হয় এই প্রকল্পে। দাবি, ওই সেতু রাম ও বানর সেনাদের দ্বারা তৈরি। ড্রেজিংয়ের ফলে এর ক্ষতি হলে তা মানুষের বিশ্বাসে আঘাত হানবে। বিজেপি নেতা সুব্রহ্মনিয়ম স্বামী সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও করেছিলেন। যদিও এই প্রকল্পে কাজ কার্যত এগোয়নি।
সম্প্রতি ডিসকভারি চ্যানেলের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে তামিলনাড়ুর ধনুষ্কোটি থেকে পক প্রণালী ধরে শ্রীলঙ্কা পর্যন্ত জলে ডুবে থাকা পাথরের সেতু প্রাকৃতিক নয়, এটি মানুষের তৈরি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FPZL4b
March 16, 2018 at 06:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন