কলম্বো, ১০ মার্চ- নিদাহাস ট্রফির তৃতীয় ম্যাচেই হানা দিল বৃষ্টি। বৃষ্টির কারণে টস অনুষ্ঠিত হলো বেশ কিছুটা দেরিতে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের দল। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় হার দিয়ে নিদাহাস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। আজ টাইগারদের ঘুরে দাঁড়ানোর পালা। প্রেমাদাসা স্টেডিয়ামে দারুণ এক সুখস্মৃতি আছে বাংলাদেশের। গত বছর মার্চে এই মাঠে সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল তখনকার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই জয় থেকেই আজ অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ। পেছনের ব্যর্থতাগুলো ঝেরে ফেলে, ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে মাহমুদ উল্লাহ রিয়াদের দল। ব্যাটিংয়ে নেমে বড় স্কোর করা আর বোলিংয়ে ধারাবাহিকতা ধরে রাখাই লাল-সবুজের দলের লক্ষ্য। আরও পড়ুন:নিদাহাস ট্রফি: শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ অন্যদিকে বাংলাদেশের মাটিতে সর্বশেষ তিন সিরিজ জেতা শ্রীলঙ্কা প্রথম ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে উজ্জীবিত। তবে তামিম-সৌম্যদের সমীহই করছে তারা। শ্রীলঙ্কার বোলিং কোচ রুমেশ রত্নায়েকে বলেছেন, বাংলাদেশ বেশ শক্তিশালী দল। দেশের মাটিতে প্রায় সব দলকে হারিয়েছে ওরা। শ্রীলঙ্কায় এসেও আমাদের হারিয়ে গেছে। আমরা তাই তাদের জন্য প্রস্তুত। অন্য সব দলকে আমরা যেভাবে দেখি, সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সূত্র: কালের কন্ঠ এমএ/ ০৭:৩০/ ১০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p5dsoJ
March 11, 2018 at 01:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন