ঢাকা, ০২ মার্চ- ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটু অন্যরকমের ভালোবাসা। শত ব্যস্ততার মাঝেও সাকিব-মাশরাফিদের উৎসাহ দিতে মাঝেমধ্যেই মাঠে ছুটে যান তিনি। এবার বাংলাদেশের গর্ব বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সপরিবারে তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় গিয়ে উচ্ছ্বাসে রীতিমত ছুটোছুটি করেছে সাকিবের মেয়ে আলাইনা হাসান অব্রি। প্রধানমন্ত্রীও পরম মমতায় তাকে কোলে জড়িয়ে নিয়েছেন, খুনসুটি আর দুষ্টুমিতে সময় কাটিয়েছেন। সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির তার নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে অব্রির কয়েকটি ছবি পোস্ট করেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটালো আলাইনা। আসলেই অসাধারণ মাতৃসুলভ এবং যত্নবান একজন মানুষ তিনি। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/০২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oBQDty
March 03, 2018 at 04:24AM
02 Mar 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top