নয়াদিল্লি, ১১ মার্চঃ প্রথম দফার রাফাল চুক্তি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ এখনও কাটিয়ে উঠতে পারেনি মোদী সরকার , এমন অবস্থায় ফ্রান্সের আরও ৩৬টি রাফাল যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব নিয়ে কার্যত চুপ থাকল ভারত। শনিবার দুই রাষ্ট্রপ্রধানের সাংবাদিক বৈঠকে বিষয়টির উচ্চবাচ্য না হওয়ায় অন্তত তেমনই মনে করছেন বিশেষজ্ঞরা৷ জানা গিয়েছে, ২৬ ফেব্রুয়ারি নির্মলা সীতারামনকে একটি চিঠি লিখেছিলেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি৷ সেই চিঠিতে লেখা হয়েছিল, ‘ইমানুয়েল ম্যাক্রঁর ভারত সফরের সময় যৌথভাবে দুই দেশ ঘোষণা করুক ফ্রান্সের কাছ থেকে আরও ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে চায় ভারত৷ এ বিষয়ে আলোচনা চলছে৷’ জানা গিয়েছে, নয়াদিল্লি চাইছে, যে রাফালের বরাত দেওয়া হয়েছে , আগে তার মধ্যে কয়েকটি হাতে আসুক৷ তার পর নতুন বিমান কেনা নিয়ে ভাবা যাবে৷ ৫৮ হাজার কোটি টাকার এই চুক্তি ঘিরে ইতিমধ্যেই কংগ্রেসের লাগাতার আক্রমণের মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে৷ কংগ্রেস অভিযোগ করে , এই যুদ্ধবিমান কিনতে ভারতের কমপক্ষে ১২,৬৩২ কোটি টাকার লোকসান হচ্ছে৷ অনেক কম অর্থে একই ধরনের যুদ্ধবিমান কিনেছে কাতার এবং মিশর৷ তাও আবার একই সংস্থার কাছ থেকে। তবে রাজনৈতিক স্তরে প্রতিবাদ করলেও, কংগ্রেস জানিয়েছে, রবিবার ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে রাহুল গান্ধির বৈঠকে বিতর্কিত এই চুক্তির বিষয়টি তোলা হবে না
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2IhrigL
March 11, 2018 at 12:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন