সরকারি প্রকল্পের প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করবে আধার

নয়াদিল্লি, ২২ মার্চঃ সরকারি ভর্তুকি, নানা পরিসেবা ও সুযোগসুবিধার প্রকৃত উপভোক্তাদের আধারের মাধ্যমে চিহ্নিত করা যাবে। আধারের সমর্থনে সুপ্রিম কোর্টে এমনটাই দাবি করেছে কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারের হয়ে সওয়াল করেছিলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চের সামনে তিনি বলেন, আধার গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা এনে দুর্নীতি দূরীকরণের মাধ্যমে প্রকল্পের সুবিধাগুলি মানুষের ঘরে আরও দ্রুত পৌঁছে যাওয়ায় সাহায্য করবে। দুর্নীতির কারণে এইসব সুযোগ সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে এতদিন পৌঁছানো কঠিন ছিল। তাই উপভোক্তাদের চিহ্নিত করার কাজ আরও সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আধারের জন্ম।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2pwrcta

March 22, 2018 at 04:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top