গোমস্তাপুরে সেনা সদস্য বড় ভাইকে হত্যায় দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সেনা সদস্য ভাইকে কুপিয়ে হত্যার দায়ে একব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ দণ্ডাদেশ প্রাদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা গ্রামের হাদিসুল ইসলামের ছেলে শফিউল ইসলাম (৩৪)।
সরকার পক্ষের কৌশুলি অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ২৬ মে সকালে সেনা সদস্য শহিদুল ইসলামকে তার ছোট ভাই শফিউল ইসলাম পারিবারিক বিরোধের জের ধরে বাড়ির ছাদে কুপিয়ে হত্যা করেন। পরে বাড়ি সংলগ্ন একটি গাছ বেয়ে পালিয়ে যায় শফিউল। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন জান্নাত বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন।
শহীদুল ইসলাম সেনাবাহিনীর কর্পোরাল পদে বগুড়ায় কর্মরত ছিলেন। দুই মাসের ছুটিতে তিনি বাড়ি আসেন।
মামলার শুনানী ও ১২ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৩-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2DY2hUw

March 27, 2018 at 02:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top