ঝড় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত খেত-বাড়ি

দিনহাটা, ৩০ মার্চঃ শুক্রবার সকালের ঝড় শিলাবৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দিনহাটার একাধিক এলাকা। কোথাও শিল পড়ে নষ্ট হয়ে গিয়েছে ঘরের টিন, ধানের গোলায় জল ঢুকে গিয়েছে। আবার কোথাও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে ভুট্টা, সবজি, পাট খেত। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে চাষিমহল। দিনহাটা-২ ব্লকের এডিও ডঃ প্রবোধ মণ্ডল জানান, ঝড় শিলাবৃষ্টির জেরে দিনহাটা-২ ব্লকের প্রায় ১০ হাজার হেক্টর ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GIft56

March 30, 2018 at 01:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top