দূষণে ‘হিট আইল্যান্ড’ হয়ে উঠছে শিলিগুড়ি

শিলিগুড়ি, ৩১ মার্চঃ দূষণের ফলে ‘হিট আিল্যান্ড’-এ পরিণত হয়েছে শিলিগুড়ি শহর। শুধু মানুষের শরীরেই নয়, দূষণের ভয়াবহ প্রভাব পড়ছে পরিবেশের উপরও। শহরের দূষণের প্রভাবে লাগোয়া বনাঞ্চলে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। নামছে ভূগর্ভস্থ জলস্তর, কমছে নদীর নাব্যতা। বিশেষজ্ঞরা বলছেন, শিলিগুড়ি শহরের বাতাসে যেসব দূষিত পদার্থ ঘুরে বেড়াচ্ছে তা নিশ্বাসের সঙ্গে মানবদেহে প্রবেশ করে ধীরে ধীরে মারণব্যধি ক্যানসারের বীজ বুনছে।

দূষণের প্রভাবে ফাঁসিদেওয়া, বাগডোগরা, রাজগঞ্জ বা সুকনার দিক থেক শহরে ঢোকার সঙ্গে সঙ্গে হঠাৎ করেই অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে। এই বিষয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজি বিভাগের বিশিষ্ট অধ্যাপক রণধীর চক্রবর্তী বলেছেন, ‘শিলিগুড়ি শহরের বাতাসে যে পরিমাণ দূষিত সূক্ষ্ম ধুলোকণা রয়েছে সেইসব খুব সহজেই আমাদের শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ওই জাতীয় পদার্থ শরীরে ঢুকলে তা ক্যানসারকে সংগঠিত করার জন্য যথেষ্ট।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2GnKkoq

March 31, 2018 at 05:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top