পিএনবি কান্ডে গ্রেফতার আরও ৪

নয়াদিল্লি, ৫ মার্চঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারির জেরে আরও ৪ জনকে রবিবার গ্রেফতার করল সিবিআই। তাঁদের মধ্যে রয়েছেন, নীরব মোদি-মেহুল চোকসির বিভিন্ন সংস্থার দু’জন অফিসার, এক জন অডিটর ও এক জন ডিরেক্টর। ১২,৭১৭ কোটি টাকার প্রতারণার তদন্তের স্বার্থে এই সিদ্ধান্ত।

ধৃতদের মধ্যে রয়েছেন নীরব মোদির ফায়ারস্টার ডায়মন্ডের তদানীন্তন এজিএম মণিষ কে বসামিয়া ও তদানীন্তন ফিনান্স ম্যানেজার মিতেন অনিল পান্ডিয়া। তাঁদের বিরুদ্ধে অভিযোগ জাল লেটার অব আন্ডারটেকিং (এল ও ইউ)-এর আবেদনপত্র তৈরিতে সহায়তা করার। সিবিআইয়ের জালে ধরা পড়েছেন অডিটর সঞ্জয় রাম্ভিয়া, যিনি মুম্বইয়ে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম সম্পৎ অ্যান্ড মেটা-র পার্টনার। পাশাপাশি, মেহুলের সংস্থা গিলি ইন্ডিয়ার তদানীন্তন ডিরেক্টর অনিয়ত শিব রমন নায়ারকে গ্রেফতার করেছে সিবিআই। অভিযোগ, এলওইউ-র বিভিন্ন আবেদনপত্রে সই করেন তিনি।

পিএনবি-র সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে অভিযোগ, নজরদারি এড়ানোর জন্য দেশে-বিদেশে ইস্যু করা বিভিন্ন এলওইউ-র তথ্য তাঁরা সফটওয়্যারে তোলেননি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FeCBUN

March 05, 2018 at 11:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top