ঢাকা, ২৪ মার্চ- মুক্তির অপেক্ষায় চলচ্চিত্র স্বপ্নজাল। ছবি মুক্তিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। সেখানে তিনি নায়িকা শাবানার সঙ্গে তুলনা করেন পরী মণিকে। এরই মধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। এ বিষয়ে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, পরীকে পরী মণি হতে দিন, শাবানা-ববিতা নয়। পরী মণিকে নিয়ে গতকাল গিয়াস উদ্দিন সেলিম বলেন, কোনো একটি বিষয় বুঝিয়ে দিলে পরী চট করে বুঝে ফেলে। তাঁকে আমি বলি কুইক লার্নার। এটি খুব কম শিল্পীর মধ্যে দেখা যায়। তাঁর অভিনয়ের তুলনা হয় না। আমার বিশ্বাস, পরী মণি চাইলে একদিন শাবানা হতে পারবে। আমি তাঁর মধ্যে আগামীর শাবানাকে খুঁজে পাই। বিষয়টি নিয়ে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, আমি জানি না এমন মন্তব্য সেলিম সাহেব কীভাবে করেছেন। তিনি কখনো শাবানা ম্যাডামের সঙ্গে কাজ করেছেন বলে আমার মনে হয় না। আমরা যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করতাম, তখন শাবান ম্যাডাম কাজ করতেন। অনেক ছবিই তাঁর সঙ্গে করার সুযোগ হয়েছে। তিনি কীভাবে নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করতেন, আমরা জানি। তাঁর সঙ্গে কারো কেন তুলনা করতে হবে, আমি বুঝি না। পরী মণিকে নিয়ে খোকন বলেন, পরী মণি নিজের যোগ্যতায় কাজ করছেন। আমরা আশা করি, নিজের অভিনয় গুণ দিয়ে তিনি নিজের নামকে চলচ্চিত্রে আরো উজ্জ্বল করবেন। একসময় ববিতা ছিলেন, শাবানা ছিলেন, আমরা চাই পরী মণিও নিজের জায়গা করে নিক। এমন মন্তব্য শুধু সেলিম সাহেবই নয়, অনেক পরিচালক অনেক শিল্পীকে নিয়ে করে সেই শিল্পীর ক্ষতি করছেন। পরীকে পরী মণি হতে দিন, শাবানা-ববিতা নয়। পরিচালক খোকন আরো বলেন, আমি কখনো সোহানুর রহমান সোহান হবো না, আমি যত ভালো কাজই করি আমি বদিউল আলম খোকনই হবো। কারো সঙ্গে কারো তুলনা হয় না। তবে নিজের গুণ দিয়ে অবশ্যই স্বতন্ত্র জায়গা তৈরি করা যায়। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরী মণি। তাঁর বিপরীতে আছেন ইয়াশ রোহান। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে স্বপ্নজাল ছবির শুটিং শুরু হয় চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে। বাংলাদেশ ছাড়াও কলকাতায় ছবির চিত্রায়ণ করা হয়। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী ও চিত্রনাট্য করেছেন গিয়াস উদ্দিন সেলিম। আরও পড়ুন: গাজী রাকায়েতের বিরুদ্ধে মামলা করে বিপাকে বাদী পরী ও ইয়াশ ছাড়াও অভিনয় করেছেন গুণী অভিনেতা মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, শাহানা সুমী, ফারহানা মিঠু, ইরফান সেলিম, আহসানুল হক মিনু, ইরেশ যাকের, শাহেদ আলী, মুনিয়া প্রমুখ। তথ্যসূত্র: এনটিভি এআর/১১:৪৫/২৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IPwn00
March 24, 2018 at 05:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top